প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ চাকরির খবর ২০২৩ – BD govt job circular 2023 প্রকাশ করা হয়েছে। ১৫ নভেম্বর ২০২৩ ইং তারিখে স্মারক নং- ১৫.৬২.০০০০.০০২.১৮.০৩(৯).২৩.৪১৪ মোতাবেক রাজস্ব খাতভুক্ত ১৬টি ক্যাটাগরির ২৬টি শূন্যপদের বিপরীতে সরাসরি জনবল নিয়োগ প্রদানের লক্ষ্যে পিআইবি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.pib.gov.bd/ এ সরকারি চাকরির খবর ২০২৩ প্রকাশ করা হয়। নিম্নে প্রকাশিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ চাকরির খবর ২০২৩ – BD govt job circular 2023 এর তথ্যের ভিত্তিতে বিস্তারিত আলোচনা করা হলো।
পিআইবি সরকারি চাকরির খবর ২০২৩ – Recent govt Job Circular 2023 এর কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত সরকারি চাকরির খবর ২০২৩ এর বিজ্ঞপ্তিতে ২৬ টি রাজস্ব খাতভূক্ত স্থায়ী পদসমূহের বিপরীতে নারী ও পুরুষ উভয় প্রকৃত স্থায়ী বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইন http://pib.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন পত্র আহ্বান করা হয়েছে।
PIB Job Circular 2023 – Government Job Circular 2023 এর ১৬ টি ক্যাটাগরির ২৬টি রাজস্বখাত ভূক্ত স্থায়ী পদের অনলাইন আবেদন সংক্রান্ত সারসংক্ষেপ নিম্নরুপঃ
সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের নামঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ।
শূন্য পদের সংখ্যাঃ ২৬ টি।
পদের ক্যাটাগরিঃ ১৬ টি।
চাকরির ধরনঃ রাজস্বখাতে স্থায়ী ও ফুলটাইম।
আবেদন শুরুর তারিখ ও সময়ঃ ২৬ নভেম্বর ২০২৩। সকালঃ ১০.০০ ঘটিকা।
আবেদন শেষ তারিখ ও সময়ঃ ২৪ ডিসেম্বর ২০২৩ইং। বিকালঃ ৫.০০ ঘটিকা পর্যন্ত।
আবেদনের মাধ্যমঃ প্রকাশিত বিজ্ঞপ্তি কর্তৃক নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।
আবেদনের ওয়েবসাইটঃ http://pib.teletalk.com.bd/
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.pib.gov.bd/
আমাদের ওয়েবসাইটঃ www.dailynoticepublish.com
Press institute Bangladesh govt Job Circular 2023 এর নিয়োগ বিধিমালা অনুযায়ী রাজস্ব খাতে স্থায়ীভাবে ১৬ টি ক্যাটাগরিতে ২৬ টি নিম্নোক্ত প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক উল্লেখিত পদসমূহের বিপরীতে বাংলাদেশের নাগরিক নারী ও পুরুষ উভয় প্রার্থীর নিকট হতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।বিজ্ঞপ্তিতে নিয়োগযোগ্য উল্লেখিত পদ সমূহ নিম্নরূপঃ
পদের নাম,শূন্য পদের সংখ্যা,বেতন স্কেল ও গ্রেডঃ
পদের নাম পদসংখ্যা বেতন গ্রেড বেতন স্কেল
অধ্যাপক ০১ টি ৪র্থ বেতন গ্রেড ৫০,৫০০ - ৭১,২০০/-
প্রশিক্ষক ০১ টি ৬ষ্ঠ বেতন গ্রেড ৩৫,৫০০ - ৬৭,০১০/-
সহকারী সম্পাদক (প্রকাশনা) ০১ টি ৬ষ্ঠ বেতন গ্রেড ৩৫,৫০০ - ৬৭,০১০/-
সহকারী প্রশিক্ষক ০২ টি ৯ম বেতন গ্রেড ২২,০০০ - ৫৩,০৬০/-
গবেষক ০৪ টি ৯ম বেতন গ্রেড ২২,০০০ - ৫৩,০৬০/-
সহ-সম্পাদক ০১ টি ৯ম বেতন গ্রেড ২২,০০০ - ৫৩,০৬০/-
অংকন শিল্পী ০১ টি ৯ম বেতন গ্রেড ২২,০০০ - ৫৩,০৬০/-
প্রতিবেদক ০১ টি ৯ম বেতন গ্রেড ২২,০০০ - ৫৩,০৬০/-
সম্পাদনা সহকারী ০১ টি ১০ তম বেতন গ্রেড ১৬,০০০ - ৩৮,৬৪০/-
সংশোধক ০১ টি ১৩ তম বেতন গ্রেড ১১,০০০ - ২৬,৫৯০/-
কম্পিউটার অপারেটর ০১ টি ১৩ তম বেতন গ্রেড ১১,০০০ - ২৬,৫৯০/-
ড্রাইভার ০১ টি ১৫ তম বেতন গ্রেড ৯,৭০০ - ২৩,৪৯০/-
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ০১ টি ১৬ তম বেতন গ্রেড ৯,৩০০ - ২২,৪৯০/-
ডেসপাচ রাইডার ০১ টি ১৮ তম বেতন গ্রেড ৮,৮০০ - ২১,৩১০/-
অফিস সহায়ক ০৭ টি ২০ তম বেতন গ্রেড ৮,২৫০ - ২০,০১০/-
পরিছন্নতাকর্মী ০১ টি ২০ তম বেতন গ্রেড ৮,২৫০ - ২০,০১০/-
আবেদনের মাধ্যম ও আবেদন ফিঃ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর নিয়োগযোগ্য ২৬টি স্থায়ী শুন্য পদে আবেদন করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিক নারী ও পুরুষ উভয় যোগ্য প্রার্থীদের বর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী পুরণ সাপেক্ষে বিজ্ঞপ্তির নির্ধারিত http://pib.teletalk.com.bd/ ওয়েবসাইট এর মাধ্যমে ২৬ নভেম্বর ২০২৩ইং হতে ২৪ ডিসেম্বর ২০২৩ইং পর্যন্ত Press institute Bangladesh govt Job Circular 2023 এর নির্ধারিত ওয়েবের মাধ্যমে আবেদন করতে পারবেন।
PIB Job Circular 2023 এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে প্রবেশ করে বর্ণিত শর্তাবলী অনুসরণ করে সকল তথ্যের সঠিকতা নিশ্চিত পূর্বক Online Application from পূরণ করতে হবে। Online Application from পূরন করে submit করার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে Teletalk Pre-Paid Mobile দ্বারা ০২ টি SMS এর মাধ্যমে পিআইবি সরকারি চাকরির খবর ২০২৩ এর প্রকাশিত বিজ্ঞপ্তির ১ হতে ৮ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিসচার্জসহ ৬৬৯/- টাকা , ৯ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিসচার্জসহ ৫৫৮/- টাকা, ১০ – ১৩ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিসচার্জসহ ২২৩/-টাকা এবং ১৪ – ১৬ নং ক্রমিকে উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ সার্ভিসচার্জসহ ১১২/-টাকা প্রদান করতে হবে। পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত Online Submit করা আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
বিঃদ্রঃ পেমেন্ট নির্দেশিকা প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
বর্ণিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের আওতাধীন দপ্তর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ উক্ত দপ্তরে প্রকাশিত সার্কুলার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ আবেদনে আগ্রহী প্রার্থীগণ আবেদন করার পূর্বে পিআইবি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ গুরুত্বসহকারে দেখুন ও বিজ্ঞপ্তির নির্দেশনার আলোকে আবেদন করুন।
[…] চাকরির খবর ২০২৩ – All BD govt job circular 2023 প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ চাকরির খবর… বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় […]