নৌবাহিনী সরকারি চাকরির খবর ২০২৪ । BD Govt Job Circular 2024 সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ। বাংলাদেশ নৌবাহিনী ২০২৪ বি তম অফিসার ক্যাডেট ব্যাচে জাহাজের ক্যাপ্টেন এয়ারক্রাফট পাইলট নৌ কমান্ডো ও সাবমেরিনার পদে লোকবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। উক্ত বাংলাদেশ নৌবাহিনী সরকারি চাকরির খবর ২০২৪ নিয়োগের বিস্তারিত www.dailynoticepublish.com এ আলোচনা করা হয়েছে।
Navy Govt Job Circular 2024 এর অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনে আগ্রহী যোগ্য প্রর্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নৌবাহিনী চাকরির খবর ২০২৪ এর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনে আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত বয়স,শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচিত প্রার্থীকে যে সকল সুবিধাবলী প্রদান করা হবে তা নিম্নরুপঃ
আবেদনের বয়সঃ
নৌবাহিনী অফিসার ক্যাডেট ব্যাচ ২০২৪ বি নিয়োগে ১ই জুলাই ২০২০ তারিখ যাদের বয়স ১৬ বছর ৬ মাস হতে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর) এই সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতাঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোন একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।
বেতন ভাতাঃ
সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন।
শারীরিক মাপঃ
Navy Job Circular 2024 এর প্রার্থীর শারীরিক যোগ্যতা নিম্নোক্তভাবে নির্ধারন করা হয়েছেঃ
বিবরণ | পুরুষ | মহিলা |
---|---|---|
উচ্চতা | ১৬২.৫ সেঃ মিঃ (৫ ফিট ৪ ইঞ্চি) | ১৫৭.৪৮ সেঃ মিঃ (৫ ফিট ২ ইঞ্চি) |
ওজন | ৫০ কেজি | ৪৭ কেজি |
বুকের মাপ | স্বাভাবিক ৭৬ সেঃ মিঃ (৩০ইঞ্চি) সম্প্রসারিত ৮১ সেঃ মিঃ (৩২ইঞ্চি) | স্বাভাবিক ৭১ সেঃ মিঃ (২৮ইঞ্চি) সম্প্রসারিত ৭৬ সেঃ মিঃ (৩০ইঞ্চি) |
আবেদনের ফরম পূরন ও ফি প্রদানঃ
নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর অফিসার ক্যাডেট ২০২৪ বি ব্যাচে আবেদনে আগ্রহী উল্লেখিত যেগ্যতা সম্পন্ন প্রার্থীগন আগামী ৭ই অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইন https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে Apply Now অপশনে ক্লিক করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মোতাবেক নির্ধারিত আবেদন ফরম পুরন সম্পন্ন করতে হবে। আবেদন ফরম পূরণের শেষ পর্যায়ে আবেদন ফি বাবদ অফেরতযোগ্য ৭০০ টাকা মোবাইল ব্যাংকিং যেমনঃ বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে পরিশোধ করতে হবে।
বর্ণিত বাংলাদেশ নৌবাহিনী চাকরির খবর ২০২৪ এ আবেদনে আগ্রহী প্রার্থীগণ আবেদন করার পূর্বে Navy New govt job circular 2024 গুরুত্বসহকারে দেখুন ও বিজ্ঞপ্তির নির্দেশনার আলোকে আবেদন করুন।
[…] নৌবাহিনী সরকারি চাকরির খবর ২০২৪ । BD Govt Jo… […]
Job
Job 2024
I am interested this job
সার আমি বলো অসয়া আমার একটা চাকরি লাকবে সার আমাদে গরিবে জন্ন্যে জদি একটা চাকরি দেন তাহলে বালো হবে