বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়েছে। ২৭ জুলাই ২০২৩ তারিখে স্মারক নং- ৩৬. ০২. ০০০০. ০০৩. ১১. ০৫২. ২৩- ৬০৯৪ মোতাবেক বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://bscic.gov.bd/ রাজস্ব খাতভূক্ত ০৯ টি ক্যাটাগরিতে মোট ৪৬ টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করা হয়। নিম্ন নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য দিয়ে অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন রাজস্ব খাতভুক্ত ৪৬ টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি মোতাবেক পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাবলী পুরন সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিক নারী ও পুরুষ উভয়ের নিকট হতে অনলাইন http://bscic.teletalk.com.bd/ এর মাধ্যমে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদন পত্র আহ্বান করা হয়েছে।
কর্তৃপক্ষ কর্তৃক ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর ৪৬ টি নিয়োগযোগ্য স্থায়ী পদসমূহে আবেদন সংক্রান্ত সারসংক্ষেপ নিম্নরুপঃ
সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের নামঃ | বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। |
---|---|
শূন্য পদের সংখ্যাঃ | ৪৬ টি। |
পদের ক্যাটাগরিঃ | ০৯ টি। |
চাকরির ধরনঃ | রাজস্ব খাতভূক্ত স্থায়ী ও ফুলটাইম। |
আবেদন শুরুর তারিখ ও সময়ঃ | ০৯ আগস্ট ২০২৩ইং। সকালঃ১০.০০ঘটিকা। |
আবেদন শেষ তারিখ ও সময়ঃ | ৩১ আগস্ট ২০২৩ইং। বিকালঃ ৫.০০ঘটিকা। |
আবেদনের মাধ্যমঃ | অনলাইনের মাধ্যমে। |
আবেদনের ওয়েবসাইটঃ | http://bscic.teletalk.com.bd/ |
অফিসিয়াল ওয়েবসাইটঃ | https://bscic.gov.bd/ |
আমাদের ওয়েবসাইটঃ | www.dailynoticepublish.com |
Bangladesh Small and Cottage Industries Corporation BSCIC Job Circular 2023 এর রাজস্ব খাতভূক্ত নিয়োগযোগ্য পদসমূহের বিপরীতে সরকারি বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে BSCIC Job Circular 2023 এর চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীকে ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী ৬ষ্ঠ গ্রেড হতে ১৪ তম গ্রেড ভুক্ত বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে ।
পদের নাম | পদসংখ্যা | বেতন গ্রেড | বেতন স্কেল |
---|---|---|---|
প্রোগ্রামার | ০১ টি | ৬ষ্ঠ তম বেতন গ্রেড | ৩৫,৫০০ - ৬৭,০১০/- |
শিল্প নগরী কর্মকর্তা | ২২ টি | ০৯ তম বেতন গ্রেড | ২২,০০০ -৫৩,০৬০/- |
সহকারী প্রকৌশলী | ১৪ টি | ০৯ তম বেতন গ্রেড | ২২,০০০ -৫৩,০৬০/- |
ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা | ০১ টি | ০৯ তম বেতন গ্রেড | ২২,০০০ -৫৩,০৬০/- |
প্রকাশনা কর্মকর্তা | ০২ টি | ০৯ তম বেতন গ্রেড | ২২,০০০ -৫৩,০৬০/- |
সাব কন্ট্রাকটিং কর্মকর্তা | ০২ টি | ০৯ তম বেতন গ্রেড | ২২,০০০ -৫৩,০৬০/- |
ঊর্ধ্বতন ফটোগ্রাফার | ০১ টি | ১০ তম বেতন গ্রেড | ১৬,০০০ -৩৮,৬৪০/- |
ফটোগ্রাফার | ০১ টি | ১৩ তম বেতন গ্রেড | ১১,০০০ - ২৬,৫৯০/- |
কেয়ার টেকার | ০২ টি | ১৪ তম বেতন গ্রেড | ১০,২০০ - ২৪,৬৮০/- |
বিসিক নিয়োগ ২০২৩ সার্কুলার এর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ নারী ও পুরুষ উভয় উল্লেখিত পদের পার্শ্বে নির্ধারিত যোগ্যতা ও শর্তাবলী পূরন পূর্বক সংশ্লিষ্ট পদে আবেদন করতে ০৯ আগস্ট ২০২৩ ইং তারিখ হতে ৩১ আগস্ট ২০২৩ তারিখের বিকালঃ ০৫.০০ ঘটিকা পর্যন্ত অনলাইন http://bscic.teletalk.com.bd/ মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রকাশিত BSCIC Job Circular 2023 এর নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মাবলী অনুসরণ পূর্বক Bangladesh Small and Cottage Industries Corporation BSCIC Job Circular 2023 এর Online আবেদন ফরম পূরণ করে আবেদন পত্র অনলাইনে submit করার ৭২ ঘন্টার মধ্যে নিয়োগ পরীক্ষা ফি বাবদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্রমিক নং- ১ হতে ৬ এর পদের জন্য ৬০০/- টাকা, ০৭ নং ক্রমিকের পদের জন্য ৫০০/- টাকা এবং কমিক ০৮ হতে ০৯ এর পদের জন্য ২০০ টাকা Teletalk Pre-Paid Mobile থেকে প্রদান করতে হবে।
BSCIC Job Circular 2023 Official Notice এ পেমেন্ট নির্দেশিকা উল্লেখ রয়েছে।
উল্লেখ্য যে, Bangladesh Small and Cottage Industries Corporation Job Circular 2023 এর সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত Online এ submit কৃত আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
শিল্প মন্ত্রনালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং আবেদন করার পূর্বে গুরুত্বসহকারে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন ও বিজ্ঞপ্তির নির্দেশনা মোতাবেক আবেদন করুন।
Leave a Reply