বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – Open University – Bangladesh Open University LLB Admission Circular 2024 এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও আশা স্কুলের অধীনে ৪ বছর মেয়াদী এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। Bangladesh Open University কর্তৃক পরিচালিত এলএলবি (অনার্স) ১টি স্টাডি সেন্টারের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bou.ac.bd/ এ প্রকাশ করা হয়। Bangladesh Open University LLB Admission Circular 2024 এর ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্যের সারসংক্ষেপ
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রোগ্রামের নামঃ এলএলবি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ।
ভর্তি আবেদনের মাধ্যমঃ বাউবি এলএলবি ভর্তি ২০২৪ এর বিজ্ঞপ্তির নির্ধারিত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ওয়েবসাইটঃ https://www.bou.ac.bd/BOU/Admission
আবেদন শুরুর তারিখঃ ০১ ফেব্রুয়ারি ২০২৪ ইং।
আবেদনের শেষ তারিখঃ ১৫ মার্চ ২০২৪ পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফিঃ ৫০০ টাকা।
লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশঃ ০২ এপ্রিল ২০২৪ইং।
লিখিত পরীক্ষার আসন বিন্যাসঃ ৩০ এপ্রিল ২০২৪ইং এর পর বাউবি’র ওয়েবসাইটে ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থানঃ ১০ মে ২০২৪; বেলা ১০.০০টা থেকে ১১.০০ টা পর্যন্ত। বাউবি’র মূল ক্যাম্পাস বোর্ড বাজার গাজীপুর।
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশঃ ১৪মে ২০২৪ ইং।
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থানঃ ২৩ মে ২০২৪; সকাল ৯.০০টা থেকে ৩.০০ টা পর্যন্ত। ডিনের কার্যালয় এসএসএইচএল বাউবি’র মূল ক্যাম্পাস বোর্ড বাজার গাজীপুর-১৭০৫।
বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রকাশঃ ২৮ মে ২০২৪ ইং।
ভর্তির তারিখঃ ০৩ জুন ২০২৪ইং হতে ২২জুন ২০২৪ইং পর্যন্ত।
সর্বমোট ভর্তি ফিঃ ১২,৩১০/- টাকা। অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.bou.ac.bd/
আমাদের ওয়েবসাইটঃ https://www.dailynoticepublish.com/
ওরিয়েন্টেশন ক্লাস স্থানঃ ২৮ জুন ২০২৪ ইং, বোর্ড বাজার গাজীপুর ক্যাম্পাস।
ক্লাসঃ ২৯ জুন ২০২৪ ইং।
৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) পড়তে আগ্রহী আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে ৫০% নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে ৩.৫০ (৫.০০এর মধ্যে) থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করে সকল শাখার যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবেন। ভর্তি আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য এবং নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি ভর্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ০১টি স্টাডি সেন্টার (ঢাকা আঞ্চলিক কেন্দ্র,বাউবি) এর মাধ্যমে শিক্ষাক্রম পরিচালনা করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের ক্লাস সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (সেকশন-এ) অনুষ্ঠিত হবে। তবে কর্মজীবী/চাকুরীজীবী শিক্ষার্থীদের ক্লাস প্রতি শুক্রবার ও শনিবার(সেকশন-বি) অনুষ্ঠিত হবে। উভয় সেকশনের পরীক্ষা বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রতি কোর্সে ৭৫% ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
BOU LLB Admission Circular 2024 – LLB Honours Admission 2024 প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে ১২,৩১০/- টাকা Open University কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। পেমেন্ট করার অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও ভর্তি পদ্ধতিঃ
অনলাইন ভর্তি প্রক্রিয়াঃ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এলএলবি অনার্স ভর্তি – BOU LLB Admission 2024 এর ০৪ বছর মেয়াদি অনার্স প্রেগ্রামে ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে গুরুত্বসহকারে দেখুন এবং এলএলবি ভর্তি সংক্রান্ত নির্দেশনার আলোকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
I have study gap. SSC 2nd division & HSC only pass
But I like to study L.L.B program. Please
LLB তে পড়তে ইচ্ছুক আমি।
SSC science Thake 3.78
Hsc Humanity thake 3.59
Ami ki porte parbo r amr basa gazipur a
Exm দেওয়া ছাড়া কি llb তে ভর্তি হওয়া যাবে না…exm দেওয়া কি লাগবেই নাকি….?
Registration
Exm দেওয়া ছাড়া কি llb তে ভর্তি হওয়া যাবে না…exm দেওয়া কি লাগবেই নাকি….?