1. admin@dailynoticepublish.com : admin :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ - Open University - Bangladesh Open University LLB Admission Circular 2024
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট চাকরির খবর ২০২৪ জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় চাকরির খবর ২০২৪ – Government Job Circular 2024 – bd job circular 2024 – Govt job circular 2024 চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ২৩ আগস্ট ২০২৪ – saptahik chakrir khobor – Chakrir Khobor 2024 – Recent Govt Job circular 2024 – bd Job Circular পাওয়ার গ্রিড বাংলাদেশ চাকরির খবর ২০২৪ – PGCB – Power Grid Company of Bangladesh – government job circular 2024 – Job Circular 2024 বাংলাদেশ রেলওয়ে চাকরির খবর ২০২৪ – চাকরির খবর ২০২৪ – government job circular – bangladesh railway – Job Circular 2024 – htt br teletalk com bd সমাজসেবা অধিদপ্তর চাকরির খবর ২০২৪ – সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BD Govt job circular 2024 – DSS job circular 2024 বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চাকরির খবর ২০২৪ – BJRI job circular 2024 – কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BD Govt job circular পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির খবর ২০২৪ – Government job circular 2024 – Job Circular 2024 – Govt job circular 2024 – bd job circular মেডিকেল টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – IHT Admission circular 2024 – MATS Admission circular 2024 – Paramedical admission কৃষি তথ্য সার্ভিস চাকরির খবর ২০২৪ – Government job circular 2024 – bd job circular 2024 – Govt job circular 2024 – Job Circular 2024

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – Open University – Bangladesh Open University LLB Admission Circular 2024

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭১৮ বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ - Open University - Bangladesh Open University LLB Admission Circular 2024

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – Open University – Bangladesh Open University LLB Admission Circular 2024

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – Open University – Bangladesh Open University LLB Admission Circular 2024 এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও আশা স্কুলের অধীনে ৪ বছর মেয়াদী এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। Bangladesh Open University কর্তৃক পরিচালিত এলএলবি (অনার্স)  ১টি স্টাডি সেন্টারের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bou.ac.bd/ এ প্রকাশ করা হয়। Bangladesh Open University LLB Admission Circular 2024 এর ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো।

 

BOU Admission –  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩-২০২৪

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি তথ্যের সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রোগ্রামের নামঃএলএলবি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ।
ভর্তি আবেদনের মাধ্যমঃবাউবি এলএলবি ভর্তি ২০২৪ এর বিজ্ঞপ্তির নির্ধারিত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ওয়েবসাইটঃhttps://www.bou.ac.bd/BOU/Admission
আবেদন শুরুর তারিখঃ০১ ফেব্রুয়ারি ২০২৪ ইং।
আবেদনের শেষ তারিখঃ১৫ মার্চ ২০২৪ পর্যন্ত।
প্রাথমিক আবেদন ফিঃ৫০০ টাকা।
লিখিত পরীক্ষার জন্য মনোনীতদের তালিকা প্রকাশঃ০২ এপ্রিল ২০২৪ইং।
লিখিত পরীক্ষার আসন বিন্যাসঃ৩০ এপ্রিল ২০২৪ইং এর পর বাউবি’র ওয়েবসাইটে ও ঢাকা আঞ্চলিক কেন্দ্র থেকে জানা যাবে।
লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থানঃ১০ মে ২০২৪; বেলা ১০.০০টা থেকে ১১.০০ টা পর্যন্ত। বাউবি’র মূল ক্যাম্পাস বোর্ড বাজার গাজীপুর।
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশঃ১৪মে ২০২৪ ইং।
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থানঃ২৩ মে ২০২৪; সকাল ৯.০০টা থেকে ৩.০০ টা পর্যন্ত। ডিনের কার্যালয় এসএসএইচএল বাউবি’র মূল ক্যাম্পাস বোর্ড বাজার গাজীপুর-১৭০৫।
বিষয় ভিত্তিক মেধা তালিকা প্রকাশঃ২৮ মে ২০২৪ ইং।
ভর্তির তারিখঃ০৩ জুন ২০২৪ইং হতে ২২জুন ২০২৪ইং পর্যন্ত।
সর্বমোট ভর্তি ফিঃ১২,৩১০/- টাকা। অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।
অফিসিয়াল ওয়েবসাইটঃhttps://www.bou.ac.bd/
আমাদের ওয়েবসাইটঃhttps://www.dailynoticepublish.com/
ওরিয়েন্টেশন ক্লাস স্থানঃ২৮ জুন ২০২৪ ইং, বোর্ড বাজার গাজীপুর ক্যাম্পাস।
ক্লাসঃ২৯ জুন ২০২৪ ইং।

 

বাউবি এল এল বি ভর্তি ২০২৪ – Open university LLB Admission 2024

 

  • এলএলবি (অনার্স) প্রোগ্রামে ভর্তির যোগ্যতাঃ

৪ বছর মেয়াদি এলএলবি (অনার্স) পড়তে আগ্রহী আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে ৫০% নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ পদ্ধতিতে ৩.৫০ (৫.০০এর মধ্যে) থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করে সকল শাখার যে কোন শিক্ষার্থী আবেদন করতে পারবেন। ভর্তি আসনের ৫% কোটা মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য এবং নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত থাকবে।

 

Open University Bangladesh LLB Admission 2024

  • এলএলবি (অনার্স) প্রোগ্রামের বৈশিষ্ট্য
  • Open University Bangladesh LLB Admission 2024 এর  এলএলবি (অনার্স) প্রোগ্রামটি চার বছরে মোট ৪০ টি কোর্সে ১২০ ক্রেডিট সম্পন্ন করতে হবে (প্রতি কোর্স= ৩ ক্রেডিট)।
  • প্রতি শিক্ষাবর্ষ ৬ মাস মেয়াদি ২টি সেমিস্টারে বিভক্ত। প্রতিটি সেমিস্টারে কোর্স সংখ্যা ০৫টি। প্রতিটি সেমিস্টার শেষে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনে ০২টি সেমিস্টারের পরীক্ষা একত্রে অনুষ্ঠিত হতে পারে।
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি (অনার্স) প্রোগ্রামের রেজিস্ট্রেশনের মেয়াদ ০৮(আট) বছর পর্যন্ত বহাল থাকবে।

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি ভর্তি ২০২৩-২০২৪

  • স্টাডি সেন্টার ও ক্লাস সময়ঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি ভর্তি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ০১টি স্টাডি সেন্টার (ঢাকা আঞ্চলিক কেন্দ্র,বাউবি) এর মাধ্যমে শিক্ষাক্রম পরিচালনা করা হবে।

 

  • ক্লাস সময়ঃ

বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের ক্লাস সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার (সেকশন-এ) অনুষ্ঠিত হবে। তবে কর্মজীবী/চাকুরীজীবী শিক্ষার্থীদের ক্লাস প্রতি শুক্রবার ও শনিবার(সেকশন-বি) অনুষ্ঠিত হবে। উভয় সেকশনের পরীক্ষা বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রতি কোর্সে ৭৫% ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

 

BOU LLB Admission Circular 2024 – LLB Honours Admission 2024 

  • ভর্তি ও অন্যান্য ফিঃ

BOU LLB Admission Circular 2024 – LLB Honours Admission 2024 প্রোগ্রামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে ১২,৩১০/- টাকা Open University কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। পেমেন্ট করার অনলাইন চার্জ আবেদনকারী বহন করবেন।

 

Bangladesh Open University LLB Admission Circular 2024 Official Notice:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এল এল বি ভর্তি ২০২৪ - Open University - Bangladesh Open University LLB Admission Circular 2024

 

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪ – 4 years LLB course in Bangladesh – BOU Admission

ভর্তি পরীক্ষার পদ্ধতি ও ভর্তি পদ্ধতিঃ

  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ০৪ বছর মেয়াদী এলএলবি (অনার্স) প্রোগ্রামে (MCQ) বহুনির্বাচনী প্রশ্নের ভিত্তিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টনঃ বাংলা-২৫, ইংরেজি-২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলি)-২৫ ও আন্তজাতিক বিষয়াবলি-২৫।
  • ১০০ নম্বরের পরীক্ষায় পাস নম্বর-৪০। প্রতি অংশে ৪০% নম্বর পেতে হবে।
  • 4 years LLB পোগ্রামের প্রতি সেকশনের আসন সংখ্যা-৬০।
  • মেধাক্রম অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ পরবর্তী নির্দেশ ওনিয়ম অনুযায়ী ভর্তি হতে পারবেন।

 

BOU Admission login – BOU Admission Apply

অনলাইন ভর্তি প্রক্রিয়াঃ

  • 4 years LLB course in Bangladesh প্রোগ্রামে ভর্তির যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।
  • এক্ষেত্রে https://osapsnew.bou.ac.bd/ তে BOU Admission login করে BOU Admission Apply now  অপশনে ক্লিক করে Application Form টি যথাযথভাবে পুরন করতে হবে।
  • প্রাথমিক আবেদন ফি বাবদ ৫০০/- টাকা নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করতে হবে।
  • অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্রসমূহ ০১ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ১৫ মার্চ ২০২৪ তারিখের মধ্যে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ১০৩ নম্বর কক্ষ/তথ্য কেন্দ্রে জমা দিতে হবে।
  • আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর কেবলমাত্র নির্বাচিতরাই লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া তাদেরকে মোবাইলে SMS এর মাদ্যমে নিশ্চিত করা হবে।

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এলএলবি অনার্স ভর্তি – BOU LLB Admission 2024

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এলএলবি অনার্স  ভর্তি – BOU LLB Admission 2024 এর ০৪ বছর মেয়াদি অনার্স প্রেগ্রামে ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে গুরুত্বসহকারে দেখুন এবং এলএলবি ভর্তি সংক্রান্ত নির্দেশনার আলোকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৫ responses to “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এলএলবি ভর্তি ২০২৪ – Open University – Bangladesh Open University LLB Admission Circular 2024”

  1. MD Nowroz Hasan says:

    I have study gap. SSC 2nd division & HSC only pass
    But I like to study L.L.B program. Please

  2. Lamia akter rajoni says:

    LLB তে পড়তে ইচ্ছুক আমি।
    SSC science Thake 3.78
    Hsc Humanity thake 3.59
    Ami ki porte parbo r amr basa gazipur a

  3. Exm দেওয়া ছাড়া কি llb তে ভর্তি হওয়া যাবে না…exm দেওয়া কি লাগবেই নাকি….?

  4. Aminul islam says:

    Exm দেওয়া ছাড়া কি llb তে ভর্তি হওয়া যাবে না…exm দেওয়া কি লাগবেই নাকি….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও বিজ্ঞপ্তি

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Notice Publish
Theme Customized By Shakil IT Park