বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – Open University – বাউবি বিবিএ ভর্তি ২০২৪ – BOU BBA Admission Circular এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Bangladesh Open University কর্তৃক পরিচালিত ৪ বছর মেয়াদী বিবিএ প্রোগ্রামের আওতায় মানব সম্পদ ব্যবস্থাপনা ও বিপণন ০২টি বিষয়ে বাংলা মাধ্যমে ২০২৪ ব্যাচে ৩৫টি স্টাডি সেন্টারে ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bou.ac.bd/ এ প্রকাশ করা হয়েছে। Bangladesh Open University Admission এর ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো।
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রোগ্রামের নামঃ বিবিএ ২০২৪ ব্যাচ।
ভর্তি আবেদনের মাধ্যমঃ বাউবি বিবিএ ভর্তি ২০২৪ এর বিজ্ঞপ্তির নির্ধারিত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখঃ ০১ ফেব্রুয়ারি ২০২৪ ইং।
আবেদনের শেষ তারিখঃ ১৫ মে ২০২৪ পর্যন্ত।
আবেদনের ওয়েবসাইটঃ https://www.bou.ac.bd/BOU/Admission
প্রাথমিক আবেদন ফিঃ ৫০০ টাকা।
একাডেমিক রেকর্ডস যাচাই বাছাইকরন/মৌখিক পরীক্ষা ও ভর্তির তালিকা প্রকাশঃ ১৬ মে ২০২৪ হতে ৩০মে ২০২৪ পর্যন্ত।
ভর্তির তারিখঃ ০২ জুন ২০২৪ হতে ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত।
ওরিয়েন্টেশন ক্লাসঃ ০৩ আগস্ট ২০২৪ ইং।
টিউটোরিয়াল ক্লাসঃ ১০ আগস্ট ২০২৪ইং।
অফিসিয়াল ওয়েবসাইটঃ https://www.bou.ac.bd/
আমাদের ওয়েবসাইটঃ https://www.dailynoticepublish.com/
বিবিএ প্রোগ্রামে ভর্তির যোগ্যতাঃ
বিবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তির আবেদনের জন্য অবশ্যই একাডেমিক রেকর্ডে নিম্নোক্ত সারণী অনুযায়ী ৮ পয়েন্টের মধ্যে ন্যূনতম ৫(পাঁচ) পয়েন্ট থাকতে হবে। এবপর প্রোগ্রামে ভর্তির পূর্বে প্রার্থীর আবেদনপত্র যাচাই-বাছাই করা হবে/প্রার্থীকে মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহন করতে হবে।
পরীক্ষার নাম | সার্টিফিকেট/ডিগ্রি | ||
১ম বিভাগ/শ্রেণি/সিজিপিএ | ২য় বিভাগ/শ্রেণি/সিজিপিএ | ৩য় বিভাগ/শ্রেণি/সিজিপিএ | |
৩.৫ ও তার ঊর্ধ্বে | ২.০০ থেকে ৩.৫ এর নিচে | ১.০০ থেকে ২.০০ এর নিচে | |
এসএসসি অথবা সমমান | ৪ পয়েন্ট | ৩ পয়েন্ট | ২ পয়েন্ট |
এইচএসসি অথবা সমমান | ৪ পয়েন্ট | ৩পয়েন্ট | ২ পয়েন্ট |
প্রয়োজনীয় কাগজপত্রঃ
ভর্তি ও অন্যান্য ফিঃ
Open University Bangladesh BBA Admission 2024 প্রোগ্রাম (বাংলা মাধ্যম) ২০২৪ বাচে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে ভর্তি হতে একজন শিক্ষার্থীকে ৯,৩০০/- টাকা Open University কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে নির্ধারিত ফি’র খাত ভিত্তিক বর্ণনা রয়েছে।
অনলাইন ভর্তি প্রক্রিয়াঃ
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিবিএ ভর্তি ২০২৪ – বাউবি বিবিএ ভর্তি ২০২৪ এর ৪ বছর মেয়াদী (বাংলা মাধ্যম) প্রেগ্রামের ভর্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে গুরুত্বসহকারে দেখুন এবং ভর্তি সংক্রান্ত নির্দেশনার আলোকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
Diploma in civil
[…] […]
আমি মনবিক শাখা থেকে এইচএসসি পাশ করেছি এখন বিবিএ করতে চাই মনবিক শাখা থেকে কি বাউবি তে বিবিএ নিয়ে পড়তে পারবো?
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ ইংলিশ মিডিয়ামের ভর্তির বিজ্ঞপ্তি কত তারিখে প্রকাশ করা হবে এ বিষয়ে কিছু জেনে থাকলে দয়া করে জানাবেন
আমি ২০২৩ এর বি,এ,বি,এস,এস ১ম,ও ২য় সেমিস্টার পরীক্ষা দিছি, ৩য় সেমিস্টার এর এডমিশন কখন শুরু হবে জানতে চায়।
আমি ২০২৩ এর বি,এ,বি,এস,এস ১ম,ও,২য় সেমিস্টার পরীক্ষা দিছি। ৩য় সেমিস্টার এডমিশন কখন শুরু হবে জানতে চায়। এবং ১ম,২য় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট আউট হলো কিনা জানতে চায়।
[…] ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bou.ac.bd/ এ প্রকাশ করা হয়। […]
আমি মার্চ ১,২০২৪,বিবিএ বাংলা মিডিয়ামে ভর্তির আবেদন করেছি।মে ১৫, এর ওর একাডেমির রেকর্ড মৌখিক যাচাই ও ভর্তির জন্য এসএমএস করা হবে বলা হয়েছিল,।কিন্তু এখনো কোন মেসেজ পাচ্ছি না। দয়া করে জানাবেন ভর্তির বিজ্ঞপ্তি কবে দেওয়া হবে।
BBA Bangla next admission circular koba HOTA para?