1. admin@dailynoticepublish.com : admin :
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ - Open University - বাউবি এসএসসি ভর্তি ২০২৪
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট চাকরির খবর ২০২৪ জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় চাকরির খবর ২০২৪ – Government Job Circular 2024 – bd job circular 2024 – Govt job circular 2024 চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা ২৩ আগস্ট ২০২৪ – saptahik chakrir khobor – Chakrir Khobor 2024 – Recent Govt Job circular 2024 – bd Job Circular পাওয়ার গ্রিড বাংলাদেশ চাকরির খবর ২০২৪ – PGCB – Power Grid Company of Bangladesh – government job circular 2024 – Job Circular 2024 বাংলাদেশ রেলওয়ে চাকরির খবর ২০২৪ – চাকরির খবর ২০২৪ – government job circular – bangladesh railway – Job Circular 2024 – htt br teletalk com bd সমাজসেবা অধিদপ্তর চাকরির খবর ২০২৪ – সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BD Govt job circular 2024 – DSS job circular 2024 বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট চাকরির খবর ২০২৪ – BJRI job circular 2024 – কৃষি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BD Govt job circular পানি সম্পদ মন্ত্রণালয় চাকরির খবর ২০২৪ – Government job circular 2024 – Job Circular 2024 – Govt job circular 2024 – bd job circular মেডিকেল টেকনোলজি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – ম্যাটস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – IHT Admission circular 2024 – MATS Admission circular 2024 – Paramedical admission কৃষি তথ্য সার্ভিস চাকরির খবর ২০২৪ – Government job circular 2024 – bd job circular 2024 – Govt job circular 2024 – Job Circular 2024

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – Open University – বাউবি এসএসসি ভর্তি ২০২৪

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ২১৩০৪ বার পঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ - Open University - বাউবি এসএসসি ভর্তি ২০২৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – Open University – বাউবি এসএসসি ভর্তি ২০২৪

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – Open University – বাউবি এসএসসি ভর্তি ২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। Bangladesh Open University এর ওপেন স্কুল কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের আওতায় মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ছাত্র/ছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.bou.ac.bd/  এ প্রকাশ করা হয়েছে। Open University ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রাম ০২ বছর মেয়াদী হয়। Bangladesh Open University Admission এর ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো।

 

বাউবি এসএসসি ভর্তি ২০২৪ – উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৪-২০২৫

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম শ্রেণীতে ভর্তি তথ্যের সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃবাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
প্রোগ্রামের নামঃএসএসসি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে।
ভর্তি আবেদনের মাধ্যমঃবাউবি এসএসসি ভর্তি ২০২৪ এর বিজ্ঞপ্তির নির্ধারিত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন শুরুর তারিখঃ২০ জানুয়ারি ২০২৪ ইং।
আবেদনের শেষ তারিখঃ২০ মার্চ ২০২৪ পর্যন্ত।
আবেদনের ওয়েবসাইটঃhttps://www.bou.ac.bd/BOU/Admission
ভর্তি ফিঃ৪,৬৯৫ টাকা। বিজ্ঞান শাখার জন্য ৪৮৯৫টাকা।
অফিসিয়াল ওয়েবসাইটঃhttps://www.bou.ac.bd/
আমাদের ওয়েবসাইটঃhttps://www.dailynoticepublish.com/

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম শ্রেণীতে ভর্তি ২০২৪ – উন্মুক্ত স্কুল ভর্তি

 

এস এস সি প্রোগ্রামে ভর্তির যোগ্যতাঃ

জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উর্ত্তীণ হতে হবে।

অথবা

যেসব শিক্ষার্থীর জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের সনদ পত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম ১৪ বছর (৩১/১২/২০২৩ ইং তারিখে) এসব আবেদনকারীকে যোগ্যতা যাচায়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরমের ফি বাবদ ৩০০ টাকা দিয়ে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মানবন্টন, তারিখ ও পরীক্ষার কেন্দ্র এবং ভর্তি প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ- আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে।

 

Bangladesh Open University Admission – BOU Admission

 

প্রয়োজনীয় কাগজপত্রঃ

  • ২ কপি সাম্প্রতিক সময়ের ছবি।
  • জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উর্ত্তীণের সনদ।
  • জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি।

 

Open University Bangladesh SSC Admission 2024

 

ভর্তি ও অন্যান্য ফিঃ

Open University Bangladesh এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি প্রোগ্রামে ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে একজন শিক্ষার্থীকে ৪,৬৯৫/- টাকা Open University কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। তবে বিজ্ঞান শাখায় ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের দুটি ব্যবহারিক কোর্সের জন্য অতিরিক্ত ২০০/- টাকা জমা প্রদান করতে হবে।

 

Bangladesh Open University Admission Official Notice:

 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি  ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ - Open University - বাউবি এসএসসি ভর্তি ২০২৪

 

BOU Admission login – BOU Admission Apply

 

অনলাইন ভর্তি প্রক্রিয়াঃ

যে কোন ব্রাাুজারের Address bar-এ https://osapsnew.bou.ac.bd/ টাইপ করে ব্রাউজ করুন Admission Tab এর অধীনে Open School-এ ক্লিক করে এসএসসি প্রোগ্রামের পাশে প্রদর্শিত View Circular বাটন ক্লিক করে ভর্তি নির্দেশনাবলি গুরুত্বসহকারে পড়ে Apply Now  বাটনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে তিনটি (General Information, Personal Information, Academic Information) ধাপে সকল তথ্য সঠিকভাবে পূরন করতে হবে। যাদের জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উর্ত্তীণের সনদ নেই Academic Information ধাপে অতিরিক্ত ৩০০/- টাকা প্রদান করতে হবে। Academic Information পূরনের পর Online Payment Gateway /system এর মাধ্যমে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য  ৪,৬৯৫/- টাকা এবং বিজ্ঞান শিক্ষা শাখার জন্য ৪,৮৯৫/- টাকা প্রদান করতে হবে।

Online-এ ভর্তি আবেদন সম্পন্ন করার পর শিক্ষার্থীর Temporary User ID ও Password ব্যবহার করে OSAPS এ  Login করতে হবে। Login করার পর শিক্ষার্থীর আবেদন পত্র Payment Slip প্রিন্ট করতে হবে।প্রিন্টকৃত  আবেদন পত্র Payment Slip এর সাথে ২ কপি ছবি। জেএসসি/জেডিসি/অষ্টম শ্রেণি/সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাস/উর্ত্তীণের সনদ ও জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ১০ কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট স্টাডি সেন্টারে জমা প্রদান করতে হবে। শিক্ষার্থীর সকল তথ্য যাচাই বাছাই পূর্বক বাউবি’র ভর্তি কর্মকর্তা শিক্ষার্থীর ID Genarate করবেন যা SMS ও ইমেইলের মাধ্যমে শিক্ষার্থীকে অবহিত করা হবে।

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি ২০২৪

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি ২০২৪ সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভর্তি বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে গুরুত্বসহকারে দেখুন।  এবং ভর্তি সংক্রান্ত নির্দেশনার আলোকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

২১ responses to “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ – Open University – বাউবি এসএসসি ভর্তি ২০২৪”

  1. আমার নাম ওমর ফারুক রাতুল আমি এসএস সি ২০২৫ প্রোগামে ভতি হতে চাই

  2. Helal Hossain says:

    আমি ভর্তি হতে চাই

  3. সাজ্জাদ হোসেন says:

    আমি ভর্তি হতে চাই

  4. Ami ssc vorti hote chai ki vabe borti hobo ar ami thaki Kona bari Kono shakha ase kina borti hoyar janaben?

  5. sk rejaul kabir says:

    এখন ssc programme এ ভর্তির কোন সুযোগ আছে কি না? দয়াকরে জাবাবেন।

  6. Junnatul maowa says:

    s.s.c programme addmite hote chai.

  7. Nurul Alam Farhad says:

    এখন ssc programme এ ভর্তির কোন সুযোগ আছে কি না? দয়াকরে জাবাবেন।

  8. Abdur Rahman says:

    এখন ssc programme এ ভর্তির কোন সুযোগ আছে কি না? দয়াকরে জাবাবেন।

  9. Md. Nur Alom says:

    এখন SSC programme এ ভর্তি হওয়ার কোন সুযোগ আছে কিনা দয়া করে জানাবেন

  10. Md. Nur Alom says:

    এখন SSC programme এ ভর্তি হওয়ার কোন সুযোগ আছে কিনা দয়া করে জানাবেন।

  11. শরীফ আহমেদ says:

    আমি এস এস সি ১ম বর্ষ পরীক্ষা এই বার দিয়েছি, কিন্তু ২য় বর্ষ ভর্তি হতে পাড়ি নাই।
    এখন ভর্তি হতে পারব কিনা?

  12. Sharmin Hossain says:

    এখন SSC programme এ ভর্তি হওয়ার কোন সুযোগ আছে কিনা দয়া করে জানাবেন।

    REPLY

  13. Pushpa Moni says:

    এসএসসি 1subject পরীক্ষা দেওয়ার সুযোগ আছে এখন, দয়া করে জানাবেন প্লিজ

  14. Mohammad Hanif Nur says:

    আমি মোহাম্মদ হানিফ নূর আমার ছেলে মুহাম্মদ সাজিদ নূর কে ২০২৪-২০২৫ এস এস সি প্রোগ্রামে ভর্তি করতে চাই। তার জন্ম তারিখ ২২ নভেম্বর ২০০১।

  15. Md Farid Ahamed says:

    আমি ২০২৫ এসএসসি তে ভর্তি হতে চাই।

  16. মাজিদুল হক ভূঁইয়া says:

    আমি এসএসসি বিজ্ঞানে ভর্তি হতে চাই ২০২৪ ২০২৫ ভর্তির লাস্ট ডেট কবে যদি জানান তাহলে ভালো হয়

  17. Md.Kamal Hosen says:

    দয়া করে জানাবেন,
    এখন কি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ssc তে ভর্তি হওয়ার সুযোগ আছে?

  18. নামঃ মোঃ সোনা মিয়া আমি এস এস সি২০২৪-২০২৫ তে ভর্তি হতে চাই।

  19. জিয়াউর রহমান says:

    সরাসরি দশম শ্রেণিতে ভর্তি হওয়া যাবে কি

  20. Sanjit Chakma says:

    আমার নাম: সনজিত চাকমা says:
    আগস্ট ২০২৪/২০২৫ at ০২:১৯ পূর্বাহ্ণ
    আমি এস এস সি ১ম বর্ষ পরীক্ষা এই বার দিয়েছি, কিন্তু ২য় বর্ষ ভর্তি হতে পাড়ি নাই।
    এখন ভর্তি হতে পারব কিনা, দয়া করে একটু জানাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও বিজ্ঞপ্তি

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Notice Publish
Theme Customized By Shakil IT Park